জালভোট ও গুলি করে কেন্দ্র দখলের মধ্যেদিয়ে সোনাগাজী পৌরসভায় ৯টি ওয়ার্ডে নির্বাচন চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার সকাল ৮টায় সোনাগাজী পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়। পরে সকাল ১০টায় কেন্দ্র দখল ও জালভোটের অভিযোগে বিএনপির প্রার্থী ভোট বর্জন করে পুনঃনির্বাচনের দাবি জানায়। এর আগে সকাল ৮টায় সোনাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন আহত হয়। এদিকে বহিরাগতদের কেন্দ্রে অবস্থানের কারণে ১০জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে তিনজনকে ৬০ হাজার টাকা জরিমানা ও বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। জানা গেছে, ভোর রাতে বহিরাগতরা গুলি করে কেন্দ্র দখল করে নেয়। অধিকাংশ কেন্দ্রে নৌকার প্রতীক ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্টদের দেখা মেলেনি। সোনাগাজী পৌরসভায় ৯টি ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত আসনে ৩২জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে ২৭জন পুরুষ ও পাঁচজন নারী প্রার্থী। এতে ভোটর সংখ্যা ১৪ হাজার ১৯০ জন। তার মধ্যে নারী ভোটার সংখ্যা ৭ হাজার তিনজন। ৯টি কেন্দ্রই অধীক ঝুঁকিপূর্ণ হওয়ায় ভোটগ্রহণের লক্ষ্যে কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
Read More News