ঈদুল ফিতরে নিশো-মেহজাবিনের ‘ইমপসিবল লাভ’

বর্তমান সময়ের জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবিন চৌধুরীকে ‘ইমপসিবল লাভ’ নামের একটি নাটকে একসঙ্গে দেখা মিলবে। নাটকটি প্রচারিত হবে আসন্ন ঈদুল ফিতরে। আব্দুল্লাহ মাহফুজ অভির রচনায় এটি নির্মাণ করেছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ। যেখানে জাদু বাস্তবতা আর হ্যালুসিনেশনের মধ্যে উঠে আসবে এক বিস্ময়কর প্রেমের গল্প।

ম্যাজিক রিয়েলিটি ঘরানার এক বিস্ময়কর প্রেমের গল্প এটি। যেখানে দেখা যাবে আফরান নিশো, প্রেমিকা মেহজাবিনের ওপর অভিমান করে সুইসাইড করে। অথচ এই গল্পের শেষটা হয় দুজনার প্রেমময় সংসার দিয়ে।
Read More News

মেহজাবিন বলেন, কেউ ভাববেন এটা হেলুসিনেশনের গল্প, কেউ বলবেন ম্যাজিক রিয়েলিটি। আবার বেশিরভাগ মানুষই ধরে নেবেন এটা ভূতের গল্প। কিন্তু আমার কাছে মনে হয়েছে এসবের কিছুই না, গল্পটা বাস্তবে ঘটা খাঁটি প্রেমের। যা না দেখলে অনুভব করা যাবে না।

নির্মাতা চন্দ্রদ্বীপ বলেন, আমি আসলে ম্যাজিক রিয়েলিটি আর হ্যলুসিনেশন-এর মাঝের বিষয়টি ধরে কাজটি করেছি। এমন কাজ এখানে আগে কেউ করেছে বলে আমার জানা নেই।

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি জানায়, আসছে ঈদের বিশেষ আয়োজনে ‘ইমপসিবল লাভ’ উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *