দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ১০৪১ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ১৪ জন। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ ও নারী ৩ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৮৩ জন। আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ১৮ হাজার ৮৬৩।
সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৯৩০টি। নমুনা পরীক্ষা থেকে শনাক্ত হয়েছে ১০৪১ জন, যাদের মধ্যে ঢাকার ৭৫৪ জন এবং ঢাকার বাইরে ২৮৭ জন শনাক্ত।
Read More News
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ২০১ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ২ হাজার ৫৭০ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬৬ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ১ হাজার ৩৮৯ জন।
বৃহস্পতিবার (১৪ মে) এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এদিকে ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৯৮ হাজার জন। এছাড়া এ ভাইরাস শনাক্ত হয়েছে ৪৪ লাখ ২৯ হাজার জনের শরীরে।