দুই মাস পর বাইরে পা রাখলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা

বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া করোনা মহামারির কারণে লকডাউনের দুই মাস পর নিজের ঘর থেকে বাইরে পা রাখলেন। ঘর থেকে বেরোনোর সময় তার মুখে মাস্ক পরা ছিল। সেই ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন তিনি।
Read More News

ইনস্টাগ্রামের ক্যাপশনে প্রিয়াংকা জানান, দুই মাস পর তিনি ঘরের বাইরে বের হলেন। মাস্ককে ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি।

প্রিয়াংকা চোপড়া এখন যুক্তরাষ্ট্রে স্বামী পপতারকা নিক জোনাসের সঙ্গে বসবাস করছেন। কিছুদিন আগে ভারতের স্বাস্থ্যকর্মীদের ১০ হাজার জোড়া বিশেষ জুতা অনুদান দেওয়ার ঘোষণা দেন এ অভিনেত্রী। অংশ নেন ‘আই ফর ইন্ডিয়া’ ভার্চুয়াল কনসার্টে। এতে অংশ নিয়েছিলেন তার স্বামী নিক জোনাসও। কনসার্ট থেকে সংগৃহীত অর্থ করোনা মোকাবিলায় ব্যয় করা হয়।

এর আগে তিনি ও তার স্বামী নিক জোনাস ভারতের প্রধানমন্ত্রীর নাগরিক সহায়তা তহবিল, পিএম-কেয়ার ফান্ড, ইউনিসেফ, গুঞ্জ, ডক্টরস উইদাউট বর্ডারস, নো কিড হাংরি ও সাগ-আফট্রাসহ ১০টি কল্যাণ তহবিলে অনুদান দিয়েছেন। তবে অনুদানের পরিমাণ প্রকাশ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *