লকডাউনে আনন্দের মুহূর্ত, মা হচ্ছেন শুভশ্রী

টালিগঞ্জে ফের খুশির খবর মা হচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে ছবি দিয়ে সেই খবর প্রকাশ্যে আনেন রাজ-শ্রভশ্রী। সত্যিই লকডাউনে থাকা বাঙালির কাছে আনন্দের মুহূর্ত ৷

দ্বিতীয় বিবাহবার্ষীকির সময়ই বাবা-মা হওয়ার খবর প্রকাশ্যে আনেন রাজ-শুভশ্রী। তবে পরিবারে ছোট্ট সদস্যের আসার খবর একটু অন্যরকমভাবেই শেয়ার করেন তারকা জুটি। খুশির খবর দিতে গিয়ে তাঁরা জানান, ‘উই আর প্রেগন্য়ান্ট’ অর্থাত, সন্তান শুভশ্রীর গর্ভে বেড়ে উঠলেও, সেই সময়ের ভাগীদার রাজও। তাই নতুনভাবেই বাবা-মা হওয়ার খবর প্রকাশ্যে আনেন রাজ-শুভশ্রী।

টালিগঞ্জের এই পরিচালক-অভিনেত্রী জুটির খুশির খবর প্রকাশ্যে আসার পর তাঁদের শুভেচ্ছা জানাতে শুরু করেন ভক্তরা। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় থেকে অনিন্দিতা বোস কিংবা তাঁদের ভক্তরা, প্রত্যেকেই শুভেচ্ছা জানাতে শুরু করেন তারকা জুটিকে।
Read More News

২ বছর আগে ১১ মে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিয়ে হয় শুভশ্রীর ৷ সে বিয়ে ছিল দেখার মতো ৷ এমনকী, তাঁর দু’জনের প্রেম পর্বও কোনও সিনেমার স্ক্রিপ্ট থেকে কম নয় ৷ তবে সে সব এখন অতীত বরং শুভশ্রী-রাজ এবার একেবারে তৈরি মা-বাবা হওয়ার জন্য ৷ তাই তো দ্বিতীয় বিবাহবার্ষিকীতেই একেবারে স্টাইলে ফ্যানদের সঙ্গে শেয়ার করলেন তাঁদের এই সু-খবর ৷ মজার গ্রাফিক টিশার্টে, হাতে বোর্ড নিয়ে সবাইকে জানালেন ‘বেবি কামিং ২০২০’ ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *