করোনা মোকাবিলায় লকডাউনের ৪০ দিনের বেশি সময় বন্ধ থাকার পর সম্প্রতি খুলেছে মদের দোকান। এরপর থেকেই দোকানগুলিতে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। এমন ভিড়ের মধ্যে নজর লম্বা এক তরুণীর উপর। মাস্ক পরা ওই তরুণীই নাকি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তিনি নাকি মদ কিনতে গিয়েছিলেন। এমনই দাবি করা ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Read More News
ভিডিয়োতে যে তরুণীকে দেখা যাচ্ছে, তিনি দীপিকা পাডুকোন নন। ওই তরুণী হলেন অভিনেত্রী রাকুল প্রীত সিং। আর রাকুল প্রীত কোনও মদের দোকান নয়, বরং ওষুধের দোকান থেকে ফিরছিলেন।
রাকুল প্রীত মদের দোকানে গিয়েছেন দাবি করে একই ভিডিয়ো শেয়ার করেছিলেন অভিনেতা কমল আর খান।
মদের দোকান থেকে দীপিকা পাড়ুকোন বেরিয়ে আসছেন দাবি করে যে ভিডিয়ো ভাইরাল করা হয়েছে, তা সত্যি নয়। ভিডিয়োতে অভিনেত্রী দীপিকা নন, রাকুল প্রীত সিং। এবং তিনি ওষুধের দোকান থেকে বেরিয়ে আসছিলেন।