চাঁদপুরে পদ্মা নদী থেকে শনিবার ধরা পড়ল বিশাল আকারের একটি স্টিং ফিশ। ইলিশ ধরতে পদ্মায় জাল ফেলেছিলেন
জেলেরা। এদিন বিকেলে সদর উপজেলার লক্ষ্মীরচর এলাকায়, বিরল প্রজাতির এই সামুদ্রিক মাছটি ধরা পড়ে। ওজন প্রায় ১৮৫ কেজি।
আবুল বাশার নামে এক জেলে দলবল নিয়ে ইলিশ ধরতে পদ্মায় জাল ফেলেছিলেন। দীর্ঘ সময় নদীতে জাল ফেলার পর, বিকেলে স্টিং মাছটি ধরা পড়ে। স্থানীয় ভাষায় স্টিং ফিশকে হাউস মাছ বলেন। অনেক দিন পর চাঁদপুরের জেলেদের জালে এমন বিশাল আকৃতির মাছ ওঠে। ফলে, মাছ দেখতে পদ্মাপারে উত্সাহীদের ভিড় পড়ে।
Read More News
জানা গিয়েছে, চাঁদপুরের এক মাছের আড়তে ৪০ হাজার টাকায় সামুদ্রিক এই মাছটি বিক্রি হয়েছে। প্রোটিন, ফ্যাট, ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ হওয়ায় বাংলাদেশে এই মাছটির ব্যাপক চাহিদা রয়েছে। মাছটি মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়ক ভূমিকা পালন করে। খেতেও সুস্বাদু।
এই মাছগুলো সাধারণত নদী ও সাগরের সঙ্গমস্থলে থাকে। তবে, মাঝে-মধ্যেই সমুদ্র থেকে পদ্মায় চলে আসে।