এবার প্রথমবারের মতো মঙ্গল গ্রহে হেলিকপ্টার চালানোর চেষ্টা করতে চলেছে নাসা। আর সেই হেলিকপ্টারটির নামকরণ করলেন এক ভারতীয় বংশোদ্ভূত ছাত্রী তরুণী বানীজা রুপানী। এই নামকরণ কে করবে তা বাছাই করতে নাসার পক্ষ থেকে ‘নেম দ্য রোভার’ নামে একটি নিবন্ধ লেখা প্রতিযোগিতার আয়োজন করেছিল। সেই প্রতিযোগিতায় আলাবামা নর্থপোর্ট জুনিয়র হাই স্কুলের ছাত্রী বানীজা রুপানী-ও অংশ নিয়েছিল। আর হাজার হাজার প্রতিযোগীর মধ্যে এই প্রতিযোগিতা জিতে নেন তিনিই।
এ জন্য ‘নেম দ্য রোভার’ শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করেছিল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা। সেখানেই ইনজিনিউটি নাম দিয়ে প্রবন্ধ লিখে পাঠায় ১৭ বছরের বানীজা রুপানী। আমেরিকার বিভিন্ন প্রদেশ থেকে এরকম আরও ২৮ হাজার প্রবন্ধ জমা পড়ে। কিন্তু বানীজা লিখেছিলেন, ‘মহাকাশের রহস্যভেদ করতে গিয়ে আমাদের যে অভূতপর্ব অভিজ্ঞতা হয়, তার নেপথ্যে কিন্তু থাকে গ্রহান্তরে যাওয়ার জন্য কিছু মানুষের নিত্যনতুন কাজকর্ম।’
Read More News
ছেলেবেলায় স্কুলে যাওয়া পথে ছোট্ট বানীজা ও তার বাবা গাড়ির মধ্যে এমন ভাবতেন যে তাঁরা মহাকাশযানে রয়েছেন। স্বাভাবিক ভাবেই এই নামকরণ সম্মানে আপ্লুত কিশোরী।
এদিন নাসার পক্ষ থেকে টুইট করে মঙ্গল গ্রহের প্রথম হেলিকপ্টারটির নাম ‘ইনজেনুইটি’ রাখার কথা ঘোষণা করা হয়। সেইসঙ্ঘে জানানো হয়, ‘নেম দ্য রোভার’ প্রতিযোগিতা জেতা শিক্ষার্থী বানীজা রুপানী এই নামটি দিয়েছে।
আগামী জুলাইয়ে মঙ্গলের দিকে রওনা দেবে কপ্টার ও রোভার। বুধবার নাসার টুইট অনুযায়ী, ‘অন্য গ্রহে প্রথম পাওয়ার্ড ফ্লাইটের উদ্যোগ হিসেবে @নাসাপারসিভিয়ার-এর (রোভারের নাম) সঙ্গেই লালগ্রহে উড়ে যাবে এটি।