পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরের ভোগড়া, বাইপাস ও চান্দনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
সকালে অন্তত ৪টি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে এবং করোনার এই সংকটের সময়েও রাত ১১টা পর্যন্ত কাজ করানোর প্রতিবাদে বিক্ষোভ করেছে।
Read More News
দুই ঘন্টা ধরে সড়ক অবরোধের কারণে জরুরী পণ্যবাহী গাড়ি আটকা পড়ে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পুলিশ তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দিতে চেষ্টা করলেএ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে ও মটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে, অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
প্রায় এক ঘন্টা ধরে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে অবরোধ সৃষ্টি করলে শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জালাল উদ্দিন আহমেদ এর নেতৃত্বে অতিরিক্ত সংখ্যক পুলিশ নিয়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Supreme Watches News