নকল মাস্ক মজুদের দায়ে ৫ লাখ জরিমানা

রাজধানীর উত্তরায় পৃথক দুটি অভিযানে নিম্নমানের নকল এন-৯৫ মাস্ক আমদানি, বিক্রি ও বাজারজাত করার অপরাধে জাহানারা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার রাজধানী উত্তরা ৩ নম্বর সেক্টর ও ১৪ নম্বর সেক্টরে পৃথক দুটি অভিযান পরিচালনা করেন র‍্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

অভিযানে র‍্যাব সদস্যরা সেখানে বিভিন্ন ক্যাটাগরির মজুতকৃত বিপুল পরিমাণ নিম্নমান ও নকল এন-৯৫ মাস্ক জব্দ করে।
Read More News

বৃহস্পতিবার দুপুরে উত্তরা পশ্চিম থানার ১৪ নম্বর সেক্টরের গাউসুল আজম এভিনিউ সড়কের ৫৫ নম্বর রোডের বহুতল বাড়ির একটি ফ্ল্যাটে কে এস এমব্রয়ডারি অ্যান্ড পাঞ্চিং লিমিটেডের হেড অফিস ও ফ্যাক্টরি হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। গোপনে ওই গুদাম অন্তত পাঁচ থেকে সাত ধরনের বিপুল পরিমাণ নকল এন-৯৫ মাস্ক উদ্ধার করা হয়েছে।

বাজারে সংকট তৈরি হবে ভেবে আমরা মাস্কগুলো জব্দ না করে কিছু নমুনা রেখেছি। জাহানারা এন্টারপ্রাইজের দুই মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *