করোনা ভাইরাস নিয়ে উদ্বিগ্ন পুরো বিশ্ব। বাংলাদেশও তার নাগরিকদের নানা উপায়ে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। করোনাভাইরাসের বিস্তার রোধে পুলিশি কড়াকড়ির মধ্যেও নানা উপায়ে ঢাকা ছাড়ছেন অসংখ্য মানুষ।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের কাঁচপুরে মাছের ড্রামে লুকিয়ে ঢাকা ছাড়ার সময় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।
এ ঘটনায় গাড়িটি জব্দ ও যাত্রীদের জরিমানা করা হয়। পুলিশ বলছে, নানা অজুহাতে এখনো সড়কে আসা মানুষকে নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে তাদের।
Read More News
এদিকে, রাজধানীর গাবতলীতেও দেখা গেছে একই চিত্র। ঢাকা ছাড়ার চেষ্টারত অনেক মানুষকে যাচাই বাছাই শেষে ফেরত পাঠানো হয়।