ফের বিয়ে ভাঙছে সুনিধি চৌহানের

ফের বিয়ে ভাঙছে বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহানের। বিষয়টি নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে বি টাউন জুড়ে।

প্রযোজক স্বামী হিতেশ সোনিকের সঙ্গে মতবিরোধ শুরু হয়েছে সুনিধির। চলছে দুজনের মনোমালিন্য। তবে কী নিয়ে দুজনের লড়াই শুরু হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
Read More News

হিতেশ সোনিক জানান, এসব বাজে খবর। সুনিধি এবং তিনি একই ছাদের তলায় সংসার করছেন। লকডাউনের জেরে দুজনে মিলে কাজ ভাগ করে নিয়ে দিব্যি সংসার করছেন ছেলে তেঘকে নিয়ে। সুনিধি অত্যন্ত ভাল মনের একজন মানুষ। নিজের কেরিয়ারের সঙ্গে কীভাবে সংসারকে সমানতালে সামলাতে হয়, তা সুনিধি তাকে শিখিয়েছেন।

এদিকে, সুনিধি চৌহান এ বিষয়ে এড়িয়ে যান। কোনো উত্তর দিতে চাননি। সুনিধি কেন বিচ্ছেদ নিয়ে প্রশ্ন এড়িয়ে যান, সে বিষয়ে হিতেশ জানান, এসব অহেতুক বিষয় নিয়ে তার স্ত্রী কোনো দিনই মাথা ঘামান না। তাই চুপ করে রয়েছেন।

প্রসঙ্গত, ২০১২ সালে প্রযোজক হিতেশ সোনিকের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সুনিধি চৌহান। ২০১৮ সালে জন্ম হয় তাদের প্রথম সন্তান তেঘের। ছেলেকে নিয়ে প্রায়শই নিজের ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেন সুনিধি।

কোরিওগ্রাফার ববি খানের সঙ্গে বিয়ের এক বছরের মধ্যেই প্রথম সংসার ভেঙে যায় সুনিধির। প্রথম বিয়ে ভাঙার পর হিতেশকে নিয়ে করেন বলিউডের জনপ্রিয় গায়িকা।

সুনিধি চৌহান ১৪ আগস্ট ১৯৮৩ সালে ভারতের নতুন দিল্লীতে একটি রাজপুত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বলিউডের হিন্দি চলচ্চিত্র এবং পাঞ্জাবি গানের জন্য প্রসিদ্ধ। এছাড়াও তিনি ভারতীয় অন্যান্য বিভিন্ন ভাষায় গান রেকর্ড করেছেন; যেমন: কন্নটা, তামিল, তেলেগু, মারাঠি, মালায়ালম, উড়িষ্যা, বাংলা, অহমীয়া, নেপালী, উর্দু এবং ইংরেজি গানের মাধ্যমে ৩০০০ এর উপরে স্টুুডিও রেকর্ড করে তিনি ভারতের সর্বাধিক রেকর্ডে কণ্ঠ দেওয়ার কৃতিত্ব অর্জন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *