বরিশালের এক হোটেল থেকে লাশ উদ্ধার

রবিবার সকাল ১০ টার দিকে নগরীর সদর রোডের বিবির পুকুর পাড় সংলগ্ন মাহমুদিয়া হোটেলের ৪ নং কক্ষ থেকে থেকে সফিকুল ইসলাম বাদল (৫০) নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ব্যাপারে কোতয়ালী মডেল থানা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) প্রান কৃষ্ণ জানান, সকালে হোটেল থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে ৪নং কক্ষ থেকে মুখমন্ডলে রক্তমাখা অবস্থায় লাশ উদ্ধার করা হয়। পরে হোটেলের রেজিস্ট্রি অনুযায়ী জানাগেছে, তার নাম সফিকুল ইসলাম বাদল। তিনি পেশায় আইনজীবীর সহকারী। গ্রামের বাড়ী মুলাদী উপজেলার চরপাশার ছোট লক্ষ্মীপুর হওয়ায় নগরীর মাহমুদিয়া হোটেলের ৪নং কক্ষে স্থায়ীভাবে ভাড়া থাকেন।
Read More News

তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

হোটেল ম্যানেজার বলেন, প্রতিদিন ফজরের নামাজ পড়তে উঠলেও আজ না উঠায় তাকে ডাকাডাকি করি। কিন্তু তাতেও তিনি উঠেননি।

পরবর্তিতে অফিস সময় পেরিয়ে গেলেও তিনি না উঠায় থানায় সংবাদ দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *