প্রশাসন ক্যাডারে এখন পর্যন্ত ছয়জন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে মাঠ প্রশাসনে নারায়ণগঞ্জে তিনজন, গাজীপুর ও ভৈরবে একজন করে এবং জেদ্দাস্থ বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সিলর রয়েছেন।
রোববার জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।
Read More News
বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৩, ৩৪, ৩৫, ৩৬ ও ৩৭ ব্যাচের একজন করে রয়েছেন। সূত্রে জানা গেছে, সৌদি আরবের লেবার কাউন্সেলর হিসেবে কর্মরত বিসিএস ২০তম ব্যাচের এক কর্মকর্তাও করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া আরেকজন উপসচিব কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। তবে আনুষ্ঠানিকভাবে তার আক্রান্তের কথা জানা যায়নি।
তিনি বলেন, করোনায় আক্রান্ত কর্মকর্তাদের চিকিৎসা দিতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের সংস্পর্শে যারা ছিলেন সেসব কর্মকর্তাকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। নিজেদের হেফাজত করে সতর্ক থেকে কাজ করতে মাঠ প্রশাসনকে নির্দেশনা দিয়েছি।