ভারতের মুম্বাই শহরের একটি হাসপাতালের ২৬ জন নার্স ও তিনজন চিকিৎসকের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ ঘটনার পর কর্তৃপক্ষ ‘ওয়াকহাট’ নামের ওই হাসপাতালটি বন্ধ করে দিয়ে সেটিকে ‘আইসোলেটেড’ করেছে।
আগেই মুম্বাইকে করোনাভাইরাস সংক্রমণের ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করেছিল ভারত সরকার। এ অবস্থার মধ্যেও কীভাবে হাসপাতালটিতে দ্রম্নত সংক্রমণ ছড়িয়ে পড়ল তদন্ত করে তা বের করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই হাসপাতালে ভর্তি থাকা রোগীদের দুইবার পরীক্ষা করে সবার ফল নেগেটিভ না আসা পর্যন্ত হাসপাতালটিতে প্রবেশ ও সেখান থেকে বের হওয়া নিষিদ্ধ করা হয়েছে। এ পর্যন্ত হাসপাতালটির ২৭০ জন রোগী ও নার্সকে পরীক্ষা করা হয়েছে।
Read More News
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, করোনার বিরুদ্ধে লম্বা যুদ্ধে ক্লান্ত হওয়া যাবে না। সোমবার তার রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রতিষ্ঠাবার্ষিকীর দিন তিনি বলেন, এই যুদ্ধটা অনেক লম্বা এবং এতে জিততেই হবে।