আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে যাওয়ায় জাপানের রাজধানী টোকিও সহ একাধিক জায়গায় জরুরী অবস্থা ঘোষণা করা হলো। মঙ্গলবার এই ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শিনজো আবে।
কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ইতিমধ্যে জাপানে ৮৫ জনের মৃত্যু হয়েছে। জাপানের সাড়ে ৩ হাজারেরও বেশি মানুষ ইতিমধ্যেই করোনাভাইরাসের সংক্রমণের শিকার হয়েছেন। জাপানের রাজধানী টোকিওতে ব্যাপক হারে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে। মারণ ভাইরাসের সংক্রমণ এড়াতে ইতিমধ্যেই টোকিওতে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে সরকার।
Read More News
বিশ্বের অন্যান্য দেশের পথে হেঁটে গোটা দেশেই লকডাউন ঘোষণার পথে যাবেন না প্রধানমন্ত্রী শিনজো আবে। সাধারণ মানুষকে করোনার সংক্রমণ সম্পর্কে আরও সচেতন করা হবে।