বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৪১, মৃত ৫

বাংলাদেশে মোট ১৬৪ জন করোনা রোগী শনাক্ত হলো। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫জন এবং ৪১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মৃতের সংখ্যা মোট ১৭ জন।

মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, গেল ২৪ ঘণ্টায় মোট ৭৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া করোনা ভাইরাসের হটলাইনে ভাইরাস সম্পর্কিত কল এসেছে ৫৯ হাজার ৫৯৫টি।
Read More News

এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী এখন পর্যন্ত মারা গেছেন ৭৪ হাজার ৬৯৭ জন। আর এই ভাইরাস শনাক্ত হয়েছে ১৩ লাখ ৪৬ হাজার ৫৬৬ জনের শরীরে। এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৭৮ হাজার ৬৯৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *