আমেরিকায় আতঙ্কে আছেন বাংলাদেশিরা

বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে স্বপ্নের দেশ আমেরিকায় পাড়ি জমান অনেকে। আমেরিকায় যত বাংলাদেশির বসবাস তার বড় অংশই থাকেন নিউইয়র্কে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমেরিকায় নিউইয়র্ক করোনার হটস্পটে পরিণত হয়েছে। আমেরিকায় মোট মৃত্যুর বড় অংশই নিউইয়র্কে। এটি যেনো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।

উদ্বেগ আতঙ্কে আছেন প্রবাসী বাংলাদেশিরা। নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের তথ্য মতে, করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কে এ পর্যন্ত ৬৩ জনের বেশি বাংলাদেশি মারা গেছেন। যুক্তরাষ্ট্র সরকার পরিবার ছাড়া অন্যদের কোনো রোগী বা রোগ সম্পর্কে তথ্য দেয় না। করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানদের তথ্য পাওয়া আরও দুষ্কর হয়ে পড়েছে। ফলে বেসরকারী তথ্য কম-বেশি হতে পারে।
Read More News

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলছেন, করোনায় দেশে দেশে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা প্রতিদিন বাড়ছে। যার মধ্যে নিউইয়র্কের সংখ্যাটা সবচেয়ে উদ্বেগজনক।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৩ লাখ ৩৭ হাজার ৯ শ পঁচিশ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে রোববার পর্যন্ত দেশটিতে মোট ৯ হাজার ৬ শ ৬৪ জন মারা গেছেন। তবে ১৮ হাজার ২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *