নিউইয়র্কে ২৪ ঘন্টায় ৬৩০ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্কে গত ২৪ ঘণ্টায় ৬৩০ জন মৃত্যু রেকর্ড করা হয়েছে। এ নিয়ে শুধু নিউইয়র্কেই মৃতের সংখ্যা ৩ হাজার ৫৬৫। প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করেছেন।

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা বিশ্বে তৃতীয় সর্বোচ্চ। সবশেষ খবর অনুযায়ী, দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৭ হাজার ৮৯৬ জন মারা গেছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প আশঙ্কা করেছেন, চলতি সপ্তাহে দেশটিতে প্রাণহানি আরো অনেক বাড়বে। করোনায় বিশ্বে প্রাণহানি ৬৪ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ১২ লাখের বেশি মানুষ।
Read More News

এদিকে চীনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০ জন। যাদের বেশিরভাগই সম্প্রতি বিদেশ থেকে দেশটিতে প্রবেশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *