বাংলাদেশ বিমানের লন্ডনগামী শেষ ফ্লাইট

করোনা ভাইরাস ঝুঁকি বিবেচনায় ২৯ শে মার্চের পর আগামী এক সপ্তাহ বিমান চলাচল বন্ধ থাকবে। ২৯৮ যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের লন্ডনগামী শেষ ফ্লাইট ঢাকা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর ম্যানেজার জানিয়েছেন সর্বশেষ লন্ডন ফ্লাইটে একটা সিটও খালি নেই। বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ নাগরিকরা ছাড়াও ওই ফ্লাইটে বাংলাদেশে কর্মরত বৃটিশরা ফিরছেন।
Read More News

উল্লেখ্য, বৃটিশ নাগরিকদের বাংলাদেশ ছাড়তে বলেছে দেশটির ঢাকাস্থ হাই কমিশন। হাই কমিশনের ফেসবুক পেজে প্রচারিত এক বার্তায় ‘বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের উদ্দেশ্যে বলছি’ শীর্ষক এক বার্তায় হাই কমিশন বলে, ঢাকা থেকে লন্ডন ও ম্যানচ্যাস্টারের বিমান ফ্লাইট এখনো সচল আছে। আমরা আপনাকে যুক্তরাজ্যে ফিরে যাওয়ার উপদেশ দিচ্ছি।

তবে ইউরোপের নাগরিকরা চাইলে চার্টার্ড ফ্লাইটেও যেতে পারেন, ঢাকা সেই সূযোগ ওপেন রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *