গোটা দেশজুড়ে লকডাউন। বৃহস্পতিবার বাজার সচল রাখতে রাস্তায় নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় প্রথমে যান বড়বাজারের পোস্তা বাজারে। মূলত পাইকারি মার্কেট, আলু-পেঁয়াজ-আদা-রসুনের জন্য পোস্তা বাজার বিশেষভাবে উল্লেখযোগ্য। সেখান থেকে যাতে শহর ও শহরতলির বিভিন্ন জায়গায় হেঁসেলের অত্যন্ত জরুরি পণ্যগুলি পৌঁছে যায়, সেই বিষয়টি বিশেষভাবে নজর দিতে বলেন।
Read More News
এরপরই মুখ্যমন্ত্রী পৌঁছান জানবাজারে। খুচরো বিক্রেতা-ক্রেতাদের সঙ্গে কথা বলেন। শুধু তাই নয়, রাস্তায় নিজেই তিনি দুজন মানুষের দূরত্ব কতটা থাকবে, সেই বিষয়ে গোল দাগ করে দেন।
জানবাজারের পর মুখ্যমন্ত্রী যান রফি আহমেদ কিদওয়াই রোডে। সেখানেও খুচরো বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন। বুঝিয়ে দেন, খাদ্যদ্রব্য পাওয়া নিয়ে চিন্তা করার কোনও কারণ নেই। পাওয়া যাবে সব। শুধু সতর্কতা জরুরি। গড়িয়াহাট মার্কেটেও যান তিনি। সেখানেও একইরকম নির্দেশ দেন সকলের উদ্দেশে।