মুক্তি পেয়ে গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার বিকাল ৫টার দিকে তাকে বহন করা গাড়িটি রাজধানীর গুলশানের ৭৯ নম্বর সড়কের বাসভবন ‘ফিরোজা’য় প্রবেশ করে।
এর আগে বিকাল সোয়া ৪টার দিকে তার ছোট ভাই শামীম ইস্কান্দারের গাড়িতে গুলশানের পথে রওনা হন বেগম খালেদা জিয়া। পরিত্যক্ত বাসভবন ‘ফিরোজা’ বাসাটি ধুয়ে মুছে ও জীবাণুমুক্ত করে প্রস্তুত করে তোলা হয়েছে। আপাতত নিজ বাসভবনেই থাকবেন বেগম খালেদা।
Read More News
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, নেত্রীকে মুক্ত অবস্থায় দেখে স্বস্তি লাগছে। তার এখন বিশ্রাম প্রয়োজন। বাকি প্রতিক্রিয়া পরবর্তীতে জানানো হবে।
এ সময় নেতাকর্মীদের বাড়ির সামনে ভিড় না করে সেখান থেকে সরে যাওয়ার আহবান জানান তিনি।
এর আগে আইনমন্ত্রী আনিসুল হক মঙ্গলবার( ২৪ মার্চ) গুলশানে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, দুই শর্তে খালেদা জিয়াকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। খালেদা জিয়ার বয়স এবং মানবিকতা বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এ সিদ্ধান্ত নিয়েছেন।