বাংলাদেশে বেড়াতে আসা ভারতীয় নাগরিকদের দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা।
Read More News
ট্যুরিস্ট এবং ব্যবসায়িক ভিসা নিয়ে যেসব ভারতীয় বাংলাদেশে এসেছিলেন তাদের এ মুহুর্তে ভারতে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে ভারতীয় ইমিগ্রেশন। ফলে মঙ্গলবার থেকে তাদের ছাড় দেয়া হচ্ছে না। অন্যান্য ভিসাধারী ভারতীয়দের দেশে ফিরতে বাধা নেই। ভারতে অবস্থানকারী বাংলাদেশি পাসপোর্ট যাত্রীদের বাংলাদেশে প্রবেশে কোনো নিষেধাজ্ঞা না থাকায় তাদেরকে দেশে আসতে দেয়া হচ্ছে।
ভারতীয় ইমিগ্রেশন পুলিশ মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশে অবস্থানকারী ভারতীয় নাগরিকদের তাদের দেশে প্রবেশ বন্ধ করে দিয়েছে। এ কারণে বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে এই ভারতীরা তাদের দেশে প্রবেশের অপেক্ষায় রয়েছেন। নিষেধাজ্ঞা জারি করায় বেনাপোল চেকপোস্টে আটকে পড়েছেন শতাধিক ভারতীয় নাগরিক।