করোনাভাইরাসের সংক্রমণ যাতে আরও ভয়াবহ আকার ধারণ করতে না পারে তা সুনিশ্চিত করতে মহারাষ্ট্রের মানুষকে বাড়িতে থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। হাতে অফুরন্ত সময় বলি সেলেবদেরও। বাড়ি থেকে বেরোনো বন্ধ। এই সুযোগে মালাইকা আরোরার সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন অর্জুন কাপুর।
Read More News
রবিবার বিকেল পাঁচটায় ইমার্জেন্সি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের ধন্যবাদ জানাতে অর্জুন-মালাইকাও এসে দাঁড়ালেন তাঁদের অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে। হাততালি দিয়ে ধন্যবাদ জানালেন সেই সব যোদ্ধাদের যাঁরা করোনা প্রতিরোধে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। আর ব্যালকনিতে দাঁড়ানো এই যুগলের ছবি ধরা পড়ল এন্টারটেনমেন্ট টাইমস-এর চিত্রসাংবাদিকের ক্যামেরায়।