স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং কোচিং সেন্টারসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাওয়ায় রাজধানী ছাড়তে শুরু করেছেন অনেকেই। গ্রামের দিকে পা বাড়াচ্ছে রাজধানীবাসী। ফলে জনবহুল এলাকাগুলো অনেকটাই ফাঁকা। শুধু নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে রয়েছে মানুষের ভিড়।
Read More News
ভাইরাসের আতঙ্কে ঢাকার সাধারণ বাসিন্দারাও এখন প্রয়োজন ছাড়া রাস্তায় বের হচ্ছেন না। এই অবস্থাকে অনেকটা ঈদের মতো ফাঁকা মনে হচ্ছে। পার্থক্য হচ্ছে, রাস্তায় ছুটে চলা মানুষের মনে উৎসব নয়, করোনা আতঙ্ক।
গত কয়েকদিনের ধরে দেখা যাচ্ছে, অন্যান্য স্বাভাবিক দিনগুলোর মতো রাস্তায় তেমন একটা দেখা যাচ্ছে না গণপরিবহন বা ব্যক্তিগত যানবাহনগুলো। তাই চিরচেনা রাজধানীর যানজটও এখন আর তেমন একটা দেখা যাচ্ছে না।
এখানে যাত্রীরা জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না। তার বেশিরভাই ছুটছেন বাসস্ট্যান্ড বা লঞ্চ টার্মিনালগুলোতে, কারণ সবাই আসলে ঢাকা ছেড়ে গ্রামের দিকে পা বাড়াচ্ছে। বাসস্ট্যান্ডে আসা যাত্রীদের চোখে এখন তাড়াহুড়ো আর করোনা আতঙ্ক। ভয় থেকেই ঢাকা ছাড়ছেন অধিকাংশ মানুষ।