করোনভাইরাস নিয়ে বিশ্বজুড়ে আতঙ্কের মধ্যে অনেকেই জেনে না জেনে, বুঝে না বুঝে গুজব ছড়াচ্ছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যম এবং অনলাইনে অনেক গুজব ডালপালা মেলছে। এই ব্যাপারটি পুলিশের নজরেও রয়েছে বলে কর্মকর্তারা জানাচ্ছেন এবং তারা গুজব প্রতিরোধ ব্যবস্থা নিচ্ছেন।
Read More News
করোনা নিয়ে গুজব সৃষ্টি করলে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছে র্যাব। ইতিমধ্যে গুজব ছড়ানোর দায়ে ২ জনকে গ্রেফতার ও অর্ধশত ব্যক্তিকে নজরদারিতে রাখার কথা জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে র্যাব সদর দফতরে সংবাদ সম্মেলনে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যন্ট কর্নেল সারওয়ার বিন কাশেম জানান, করোনা পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করবে র্যাব।