বিদেশ ফেরত ৭ জনকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে

বিদেশ থেকে আসা সাত জন বাংলাদেশি যাত্রীকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রিফিংকালে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল-আহসান এ তথ্য জানান।
Read More News

তৌহিদ-উল-আহসান বলেন, গত তিনদিনের গড় হিসাবে একদিনে সাত থেকে সাড়ে সাত হাজার যাত্রী আসছেন। গত ২৪ ঘণ্টায় বিদেশ থেকে আসা সাত জন বাংলাদেশি যাত্রীকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, আমাদের বিমানবন্দরে যারা কর্মরত আছেন এবং কাস্টমস, ইমিগ্রেশন, বিমানবন্দর কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্স, তাদের মধ্য থেকে উপসর্গসহ এখনও কাউকে শনাক্ত করা হয়নি। কাউকে কোথাও ডিসপোজাল দিয়ে বা হাসপাতালে পাঠানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *