প্রথম সিনেমাতেই তিনি নজর কেড়েছেন দর্শকদের। তার হাতে এখন সিনেমার অভাব নেই। কিন্তু আপাতত অভিনয় নয়, সারা আলি খানের ছবি আর ভিডিও-তেই মজে রয়েছেন দর্শকরা। শুধু তাই নয়, বলিউডের ফ্যাশন জগতেও ঝড় তুলেছেন সারা। কখনও বিকিনি তো কখনও ডিজাইনার পোশাকে নজর কেড়েছেন। ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট খুললেই বোঝা যায় কতটা স্টাইলের ব্যাপারে খেয়াল রাখেন সাইফ কন্যা।
Read More News
খ্যাতির বিড়ম্বনা বোধহয় একেই বলে। প্রায়ই ভাই ইব্রাহিম আলি খানের সঙ্গে নানা মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন সারা। কিছুদিন আগেই মলদ্বীপে ছুটি কাটাতে গিয়ে ভাইবোনের তেমনই একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সারা। সেই ছবি ঘিরেই তৈরি হল বিতর্ক।
বিকিনি পরে ভাই ইব্রাহিমের সঙ্গে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে তোলা ছবি পোস্ট করার পরই ট্রোলড হওয়া শুরু সারার।নিন্দুকেরা তাঁকে ধিক্কার জানিয়ে বলেছেন, ভাইয়ের সঙ্গে এমন বিকিনি পরে এইভাবে পোজ দিয়ে কেউ ছবি তোলে! কেউ আবার সারাকে তাঁর ধর্মের কথা মনে করিয়ে বলেছেন, তিনি যা করেছেন তা খুবই লজ্জার।