ইন্সটাগ্রামে অ্যাকাউন্ট খুললেন কারিনা

অবেশেষে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে তাক লাগালেন করিনা কাপুর খান। সোশ্যাল মিডিয়ায় তেমনভাবে অ্যাক্টিভ নন তিনি। তবে এবার ট্রেন্ডের সঙ্গে হাত মিলিয়ে ইন্সটাগ্রামে অফিসিয়াল অ্যাকাউন্ট খুললেন কারিনা।
Read More News

কালো ও সোনালী জ্যাকেট ও টাইটস পরে সোশ্যাল মিডিয়ায় প্রথম ছবি পোস্ট করলেন তিনি। ইন্সটাগ্রামে খাতা খোলেন গত ৪ মার্চ। আর এখনও পর্যন্ত তাঁর ফলোয়ারের সংখ্যা ৫ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেএকটি ভিডিয়োও পোস্ট করেছেন করিনা। ভিডিয়োটিতে একটি কালো বিড়ালের ভূমিকা রয়েছে। ক্যাপশনে লেখা রয়েছে, ‘Coming soon…’।

aমনীশ মালহোত্রা, মোহিত রাই, নিলোফার খুরেশি ও তানিয়া ঘাভেরির মতো এই তারকার ঘনিষ্ঠরা পেজের প্রথম ফলোয়ার হন। তারপর ধীরে ধীরে সেই সংখ্যাটা জাস্ট বেড়েই চলেছে…।

চলতি বছরেই একটি সাক্ষাত্‍কারে সোশ্যাল মিডিয়ায় খাতা খোলার প্রসঙ্গ আসে। সেখান থেকেই আইডিয়া নিয়ে নিয়ে শুরু হয় করিনার নেটপাড়ার জার্নি।

ইন্সটাগ্রামে প্রবেশের পরই ভক্তরা তো বটেই, সেলেবরাও শুভেচ্ছা জানিয়েছেন করিনাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *