মার্কিন পপ স্টার নিক জোনাসকে যে ভারতীয় উত্সবে মাততেই হবে তা আর আলাদা করে বলার কিছু নেই। এর আগে দিওয়ালি সেলিব্রেশনেও খাঁটি ভারতীয় কায়দায় সামিল হয়েছিলেন নিক জোনাস। এবার পালা হোলি উদযাপনের।
Read More News
রঙের উত্সবে মাততে স্বামী নিককে নিয়ে ভারতে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি এই মুহূর্তে ভাইরাল যেখানে নিকিয়াঙ্কাকে এক ব্যক্তির সঙ্গে পোজ দিতে দেখা যাচ্ছে। পাশেই রয়েছে তাঁদের লাগেজ।
সাধারণত নিক এবং প্রিয়াঙ্কা দু’জনেই সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ। তাই আশা করাই যেতে পারে কিছুদিনের মধ্যেই তাঁরাও সফরের এক্সক্লুসিভ ছবি পোস্ট করবেন।