অসংখ্য গানের সুরকার সেলিম আশরাফ আর নেই। রোববার দিবাগত রাত তিনটার দিকে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ গুণী সুরকারের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন তার স্ত্রী সংগীতশিল্পী আলম আরা মিনু।
Read More News
সেলিম আশরাফ দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট, রক্ত ও কিডনি সমস্যায় ভুগছিলেন। ২০১৮ সালের সেপ্টেম্বরে চেন্নাইয়ে শ্রীরাম মেডিকেল সেন্টারে ১৩ দিন চিকিৎসা শেষে দেশে ফেরেন এই সুরস্রষ্টা। তখন খানিক সুস্থতাবোধ করলেও কিছুদিন যেতে না যেতেই ফের অসুস্থ হয়ে পড়েন।
প্রতি সপ্তাহে তার ডায়ালাইসিস করাতে হতো। সবশেষ গত ফেব্রুয়ারি মাসে বেশি অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নেওয়া হয়। প্রতিদিনই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অবশেষে পাড়ি জমালেন না ফেরার দেশে।
সেলিম আশরাফের সুরকরা জনপ্রিয় একটি গান হলো ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা’। এছাড়াও অসংখ্য জনপ্রিয় গানের সুর করেছেন তিনি।