বাংলাদেশের স্পিনার আরাফাত সানী ও পেসার তাসকিন আহমেদকে অবৈধ বোলিং একশনের দায়ে নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। এর আগে টি-টোয়েন্টি বিশ্ব আসরে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে বোলিংয়ের সময় আম্পায়াররা এই দু’জনের বিরুদ্ধে অবৈধ বোলিং একশনের অভিযোগ আনেন। দু’জনের এই নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
বোলিংয়ের সময় কনুই ১৫ ডিগ্রীর বেশি বেঁকে গেলে সেই একশনকে ক্রিকেটের ভাষায় অবৈধ হিসেবে বিবেচনা করা হয়। এক্ষেত্রে টাইগার স্পিনার আরাফাত সানী ও তাসকিন আহমেদের বোলিংয়ের সময়ও তার হাতের কনুই ১৫ ডিগ্রীর বেশি বেঁকে যায় বলে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা।
Read More News
পরবর্তীতে ১২ মার্চ ও ১৪ মার্চ চেন্নাইয়ের রামাচন্দ্র শারীরিক শিক্ষা কেন্দ্রের পরীক্ষাগারে বোলিং একশনের পরীক্ষা দেন সানী এবং তাসকিন।
শেষ পর্যন্ত দু’জনের বোলিং একশনে ত্রুটি ধরা পড়ায় আইসিসি নিষিদ্ধ করে তাদেরকে। বোলিং একশন শুধরে আবারো পরীক্ষা দেয়ার পর সেই একশন বৈধ হলেই আবারো আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন তারা। এই দু’জনের জায়গায় টাইগার দলের সাথে যোগ দিতে ভারত যাচ্ছেন সাকলায়েন সজীব ও শুভাগত হোম।