অভিনেতা জয় মারধর করেছেন অভিনেত্রী ঐন্দ্রিলাকে

অভিনেতা জয় মুখার্জি শুটিং সেটেই মারধর করেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে। সম্প্রতি কলকাতায় টেকনিশিয়ান স্টুডিওতে এ ঘটনা ঘটে। পরে কলকাতার রিজেন্ট পার্ক থানায় এফআইআর দায়ের করেন ঐন্দ্রিলা।

ঐন্দ্রিলা ও জয় দুজনেই কলকাতার সান বাংলা চ্যানেলের ধারাবাহিক ‘জিয়ন কাঠি’ নাটকের প্রধান চরিত্রে অভিনয় করছেন। এ নাটকের শুটিং যখন চলছিল, তখন ঐন্দ্রিলা তার মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলছিলেন। সেখান থেকেই ঘটনার সূত্রপাত।
Read More News

ঐন্দ্রিলার অভিযোগ, জয় ফ্লোরে ঢুকেই তাকে উদ্দেশ্য করে গালিগালাজ করতে থাকেন। তারপর ফ্লোর থেকে বেরিয়ে যেতেই জয় তাকে ধাওয়া করেন এবং তার ডান হাত চেপে ধরে জোরে ধাক্কা মারেন। এখানেই ক্ষান্ত না হয়ে মেকআপ রুমে গিয়েও ঐন্দ্রিলার উপর চড়াও হন জয়।

তবে ঐন্দ্রিলাকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন জয় মুখার্জি। কিন্তু ঐন্দ্রিলা শর্মার গায়ে হাত তোলার অভিযোগেই এ ধারাবাহিক নাটক থেকে বাদ দেওয়া হয়েছে জয় মুখার্জিকে। অন্যদিকে পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

এবারই প্রথম নয়, এর আগে টলিউড অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জিকে মারধরের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন জয় মুখার্জি। পরবর্তীতে জামিনে মুক্তি পান এই অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *