অভিনেত্রী পূজা হেগড়ে ভারতীয় মডেল এবং চলচ্চিত্র অভিনেত্রী। তিনি মিস ইউনিভার্স ভারত ২০১০ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেন। ২০১২ সালে তামিল চলচ্চিত্র মুগামোন্দিতে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত মহেঞ্জো দাড়োতে অভিনয়ের মাধ্যমে তার বলিউডে অভিষেক ঘটে। বলিউডে পা দিয়েই প্রথমে হৃত্বিক রোশনের সঙ্গে, এরপর সুপারস্টার সালমান খানের সঙ্গে কাজ করতে চলেছেন।
২০২১ সালের ঈদে মুক্তি পেতে চলেছে, পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালার আসন্ন ছবি ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমায় দেখা যাবে সল্লু মিঞাকে।
সালমানের বিপরীতে অভিনয় করার সুযোগ পেয়েই আর নিজেকে সামলাতে পারেননি অভিনেত্রী পূজা হেগড়ে। টুইটারে সেই কথাই জানিয়েছেন পূজা।
Read More News
নায়িকা প্রসঙ্গে পরিচালক বলেন, স্ক্রিন প্রেজেন্সে দুর্দান্ত পুজা এবং সালমানের সঙ্গে দারুণ কেমেস্ট্রি তৈরি করতে পারবে, এটা নিশ্চিত। দুজনেই সিনেমার গল্পকে জীবন্ত করে তুলতে পারবেন।
২০২১ সালের ঈদ উপলক্ষ্যেই তৈরি হতে চলেছে আসন্ন মুভিটি। পুরোপুরি ফ্যামিলি বিনোদনের জন্যই মুভিটি তৈরি হবে।