মুক্তির আগে প্রকাশ্যে এলো নাদের চৌধুরী পরিচালিত জাজ মাল্টিমিডিয়ার ছবি ‘জ্বীন’। ছবির ৫০ সেকেন্ড ব্যাপ্তীর টিজার। টিজারজুড়ে ছিল রহস্য আর মনস্তাত্বিক দ্বন্দ্বের আভাস।
নায়িকা পূজার চেহারা দেখে আতঙ্কিত লোকজন। একটি পুরোনো বাড়ি থেকে তিনি বের হয়েছেন। ৫০ সেকেন্ডের পুরো টিজারেই সজল-রোশানের ভীতিকর অবস্থা। টিজারে রয়েছে বেশ কয়েকটি লোমহর্ষক ও ভৌতিক দৃশ্য। সেখানে জ্বীন হয়ে দেখা দিয়েছেন পূজা চেরী! টিজারটি প্রকাশ হলেও ছবিতে কারো চরিত্রই স্পষ্ট করা হয়নি। সেই রহস্যের জট খুলবে মাস খানেক পর। কারণ আগামী ১৩ মার্চ মুক্তি পাবে ‘জ্বীন’।
Read More News
এর আগে ফেব্রুয়ারিতে ছবিটি মুক্তি দেয়া হবে বলে ঘোষণা হয়েছিল। কিন্তু নানা কারণে তারিখ পিছিয়ে মার্চে নেয়া হয়।
অভিনেতা সজল এর আগে ‘রান আউট’ দিয়ে বাজিমাৎ করেছিলেন। এই ছবি প্রসঙ্গে জনপ্রিয় এ অভিনেতা বলেন, জ্বীন এবং মানুষের দ্বন্দ্ব নিয়ে কী ঘটেছিল, সেই শেষের ক্লাইমেক্স দৃশ্যে সেটা দেখা যাবে আগামী ১৩ মার্চ।