নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তার ওপর তিনটি ট্রাক পাশাপাশি রেখে সমাবেশের মঞ্চ তৈরি করেছে বিএনপি।
শনিবার (৮ ফেব্রুয়ারি) ১২টার দিকে দেখা যায়, মাইক লাগানো হয়েছে রাস্তার ডিভাইডারের লাইটপোস্টগুলোতে। মঞ্চের পেছন দিকে বাঁশের ফ্রেমে সাদা কাপড় টানিয়ে দেয়া হয়েছে। রাস্তার উপর মঞ্চ তৈরি করায় রাস্তার একপাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। অন্যপাশের রাস্তা দিয়ে দুপুর ২টা পর্যন্ত গাড়ি চলবে বলে জানা গেছে।
দলীয় চেয়ারপারসন বেগম জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত এ সমাবেশের লিখিত অনুমতি না মেলায় অনুষ্ঠান পণ্ড হওয়ার আশঙ্কা নিয়েই সমাবেশের মঞ্চ তৈরিসহ আনুসাঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করছে দলটি। সমাবেশটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে দুপুর ২টা থেকে।
Read More News
এখন পর্যন্ত দলের কোনো সিনিয়র নেতাকে দেখা যায়নি সমাবেশ মঞ্চের আশপাশে। তবে দুপুর ১২টার দিকে নয়াপল্টন কার্যালয়ে এসেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দলটির সিনিয়র নেতারা জানান, জনসভা করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির কাছ থেকে মৌখিত অনুমতি পেয়েছেন। বিএনপির আজকের জনসভাকে সফল করতে শুক্রবার বিএনপি নেতাদের লিফলেট বিতরণ করতেও দেখা যায়।