শাকিব খানের প্রযোজনায় নতুন সিনেমা ‘বীর’ এরইমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে। শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে এ সিনেমাটি পরিচালনা করেছেন গুণী নির্মাতা কাজী হায়াত।
কোনোরকম কর্তন ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ‘বীর’। ভালো গল্পের মৌলিক ছবি এটি। ছবিটি ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার পরিকল্পনা করেছেন ছবির প্রযোজক।
Read More News
শাকিব খান বলেন, ছবির সংকটে এখন প্রেক্ষাগৃহ মালিকরা। তারাই চাইছেন, ‘বীর’ ছবিটি ১৪ তারিখেই মুক্তি দেয়া হোক। সেন্সর যেহেতু হয়েছে মুক্তিতে আর বাধা থাকলো না। আগামী ১৪ই ফেব্রুয়ারি (ভালোবাসা দিবস) উপলক্ষে শতাধিক সিনেমা হলে মুক্তি পাবে ‘বীর’। ছবিটি সহ-প্রযোজনা করেছেন এমডি ইকবাল। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বুবলী।
প্রসঙ্গত, শাকিব খান ‘হিরো দ্য সুপারস্টার’ এবং ‘পাসওয়ার্ড’ নামে দুটি ছবি এর আগে প্রযোজনা করেছেন। ছবি দুটি মুক্তির পর সফলতাও পেয়েছে। ‘বীর’ তার প্রযোজিত তৃতীয় সিনেমা। জানা যায়, শিগগিরই বীর’র গান, ট্রেলার প্রকাশ পাবে এসকে ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, নাদিম, জাদু আজাদ, সুনান প্রমুখ।