নয়া সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ ঘিরে নয়া বিতর্ক। সিএএ-র আওতায় পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা অ-মুসলিম শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব পেতে ধর্মের প্রমাণ দিতে হতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক পদস্থ এক কর্তা সংবাদসংস্থাকে এই কথা জানিয়েছেন।
সিএএ অনুযায়ী ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা আর বেআইনি শরণার্থী হিসেবে বিবেচিত হবেন না, তাঁরা হবেন ভারতীয় নাগরিক। সংসদের উভয় কক্ষে এই সংক্রান্ত বিল পাশ হওয়ার পরে ১২ ডিসেম্বর তাতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। যার ফলে সেটি আইনে পরিণত হয়। গত ১০ জানুয়ারি ‘গেজেট অফ ইন্ডিয়া’তে বিজ্ঞপ্তি প্রকাশের মধ্য দিয়ে ইতোমধ্যে দেশজুড়ে এই আইন কার্যকর হয়েছে।
Read More News
এ দিকে, সিএএ-র আওতায় প্রতিবেশী এই তিন দেশ থেকে আসা শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দিতে বিধি তৈরির কাজ প্রায় চূড়ান্ত করে ফেলেছে স্বরাষ্ট্র মন্ত্রক। সূত্রের খবর, খসড়া বিধিতে প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে আবেদনকারীর ধর্মের প্রমাণ দাখিলের সংস্থান রাখা হয়েছে। এ ছাড়া তিনি যে ২০১৪ সালের ৩১ জানুয়ারি বা তার আগে এ দেশে এসেছেন, সেই প্রমাণও দিতে হবে আবেদনকারীকে।
সিএএ-র আওতায় নাগরিকত্বের আবেদনের জন্য সময়সীমা বেঁধে দেওয়ার পক্ষে অসম। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে তাদের আবেদন, শরণার্থীরা আবেদনের ক্ষেত্রে যাতে অনন্ত সময় না পান। এ জন্য সর্বোচ্চ ৩ মাস সময়সীমা বেঁধে দেওয়া হোক।