বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী অবলম্বনে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’।
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর ওপর ভিত্তি করে প্রধানমন্ত্রীর স্ক্রিপট রাইটার নজরুল ইসলামের রচনা ও পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে ‘চিরঞ্জীব মুজিব’ নামে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ছাত্রনেতা থেকে ’৫২-র ভাষা আন্দোলনে নেতৃত্ব দানে বাংলার ভবিষ্যৎ বিনির্মাণে প্রধান নেতা হয়ে ওঠা চিরঞ্জীব মুজিবের গল্প এই চলচ্চিত্রের মূল প্রেক্ষাপট। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী থেকে নেয়া এ চলচ্চিত্রের স্ক্রিপটের প্রতিটি বিষয়ই প্রধানমন্ত্রীকে দেখিয়ে তার অনুমোদন নিয়েই করা হচ্ছে।
এতে বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার গ্ল্যামারাস নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। সম্প্রতি এর শুটিং শেষ করেছেন তিনি।
Read More News
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘এটা একটা ঐতিহাসিক চরিত্র। তবে এখানে আমার উপস্থিত খুবই কম পরিসরে। বঙ্গবন্ধুর যৌবনকালের সময়টুকুতে আমাকে দেখা যাবে। তিনি যখন দেশের জন্য বিভিন্ন সভা-সেমিনারে যান তখন আমি ঘর সামলানোয় ব্যস্ত। অল্প সময়ের হলেও খুব চ্যালেঞ্জিং একটা চরিত্র। এখানে আমাকে ইয়ং বয়সে দেখা যাবে।’
চিরঞ্জীব মুজিব’ নির্মাণ করেছেন জুয়েল মাহমুদ। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল।