সাইফ আলী খানের নারী সঙ্গই বেশি পছন্দ। তাই হরহামেশাই বান্ধবীদের নিয়ে আসেন বাড়িতে, বিলাসবহুল রিসোর্ট কিংবা বাগান বাড়িতে। তবে এমন বিলাসবহুল জীবনে ছেদ পড়ে যায় তার মেয়ের আগমনে। এমন কাহিনী নিয়েই নির্মিত হয়েছে সাইফ আলি খান এবং আলিয়া ফার্নিচারওয়ালার সিনেমা ‘জওয়ানি জানেমন’। আগামী ৩১ তারিখ মুক্তি পাচ্ছে এই সিনেমাটি।
এই সিনেমায় সাইফ আলি খান এবং আলিয়া ফার্নিচারওয়ালার সঙ্গে রয়েছেন টাবুও। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই সিনেমার গান ‘ওলে ওলে’। গানটি মুক্তির পরই সোশ্যাল মিডিয়া দর্শকদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়েছে সবার।
Read More News
উল্লেখ্য, বর্তমানে বেশ কয়েকটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সাইফ আলি খান। সম্প্রতি মুক্তি পায় তার অভিনীত তানাজি সিনেমা। অজয় দেবগণ এবং কাজলের এই সিনেমায় উদয়ভানের চরিত্রে অভিনয় করেন সাইফ। যা নিয়ে ইতিমধ্যেই জোর বিতর্ক শুরু হয়েছে। তবে বিতর্কের বিষয়ে কোনো মন্তব্য করেননি সাইফ।