ভারতের প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। মুম্বই-পুনে হাইওয়ে ধরে গাড়িতে করে আসার সময় ঘটে এই দুর্ঘটনা। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে পুণের একটি স্থানীয় হাসপাতালে।
কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অভিনেত্রীর গাড়ির। এই দুর্ঘটনায় শাবানার গাড়ি দুমড়ে মুচড়ে গেছে। তার সঙ্গে গুরুতর আহত হয়েছে তার গাড়ির চালকও। গাড়িতে আরো ছিলেন জাভেদ আখতারও। তবে তার কিছু হয়নি বলে জানা গেছে।
Read More News
প্রসঙ্গত, পাঁচবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হয়েছেন শাবানা আজমি। পেয়েছেন পদ্মশ্রী পুরষ্কারও। ‘অঙ্কুর’, ‘অর্থ’, ‘মান্ডি’-র মতো ভিন্ন ধারার ছবিতে কিংবদন্তি অভিনেত্রীর অভিনয় আজও সিনেমা দুনিয়ার সম্পদ হিসেবে বিবেচিত তিনি।