ইন্ডিয়ান লেহেঙ্গায় কৃতি স্যানন

বলিউডে চলছে নতুন ট্রেন্ড ভারতীয় সংস্কৃতির সঙ্গে প্রাশ্চাত্যের মিশেল। বলি সেলেবরা হট পোশাক ছেড়ে ইন্ডিয়ান ট্রেডিশনে মেতে উঠছেন। বহু ইভেন্ড ও অ্যাওয়ার্ড ফাঙ্কশনে শাড়ি পরে আসছেন বলি সেলেবরা।

এরই মধ্যে কৃতি স্যাননের আরও একটি ছবি যুক্ত হল ভাইরালের তালিকায়। ফ্যাশন সেন্স ও আউটফিটের জন্য অতীব জনপ্রিয় ক্রিতি। গতবছর ফ্যাশন ও স্টাইল আইকন হিসেবে বেশ কিছু অ্যাওয়ার্ড পান তিনি। যদিও সব জায়গায় নিজেকে মেনটেন রাখতে নিজের ক্রু এর টিমকে তৈরি রাখেন। মেক-আপের জন্যও রয়েছে তার নিজস্ব মেক-আপ ম্যান।
Read More News

ছবিতে লেহেঙ্গার সঙ্গে মানানসই পোজে মজেছেন তার ফলোয়াররা। ‘ফিল্মিজ্ঞান’ থেকে প্রকাশিত হওয়া এই ছবিতে উপছে পড়ছে কমেন্টের বন্যা। চাইলে আপনিও একঝলক দেখে নিতে পারেন কৃতির এই হট ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *