৩০ জানুয়ারি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন। মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন প্রার্থীরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম।
এবারের নির্বাচনে আতিকুল ইসলামের হয়ে মাঠে ভোট চাইতে দেখা গেল বিনোদন জগতের জনপ্রিয় তারকাদের। দুপুরে রাজধানীর ফার্মগেটে চিত্রনায়ক রিয়াজ, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, অভিনেত্রী তারানা হালিমকে লিফলেট বিতরণের পাশাপাশি ভোট চাইতে দেখা যায়।
Read More News
এ সময় প্রিয় তারকাদের কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ভোটাররা। এর আগে জাতীয় নির্বাচনেও একঝাঁক তারকা শিল্পীকে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় দেখা যায়।