এবার নতুন ছবি ‘অ্যাটাক’ নিয়ে হাজির হচ্ছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজে। সাম্প্রতিক সময়ে তার করা ছবিগুলো ব্যবসায়িক দিক দিয়ে যেমন সফলতা পেয়েছে তেমনি তিনিও দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছেন। ‘অ্যাটাক’ ছবিটিতে জ্যাকুলিন অভিনয় করছেন জন আব্রাহামের বিপরীতে। এ জুটির চতুর্থ ছবি এটি। অ্যাকশন-থ্রিলারধর্মী এ ছবিতে রহস্যময়ী এক তরুণীর চরিত্রে অভিনয় করছেন জ্যাকুলিন, যে কিনা একটি বিশেষ মিশনে সহযোগিতা করেন জনকে।
Read More News
সম্প্রতি জনের সঙ্গে এ সিনেমার শুটিংয়ের একটি ছবি পোস্ট করেছেন জ্যাকুলিন। ক্যাপশনে লিখেছেন, ‘অ্যাটাক’ আসছে অসাধারণ জন আব্রাহামের সঙ্গে। জানা গেছে এ ছবির শুটিং এরইমধ্যে অনেকখানি শেষ হয়েছে। চলতি বছর ভারতের স্বাধীনতা দিবসে এটি মুক্তির কথা রয়েছে। পুরো ছবিতে খোলামেলা জ্যাকুলিনকে আবিষ্কার করা যাবে। শুধু তাই নয়, জন আব্রাহামের সঙ্গে একটি গানে বিছানার রগরগে দৃশ্যে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। একটি পাঁচ তারকা হোটেলে এ গানটির শুটিং হয়েছে বেশ গোপনে। নামেমাত্র পোশাকে গানটির শুটিংয়ে অংশ নিয়েছেন এ নায়িকা। জ্যাকুলিন বলেন, এ ছবির কাহিনী যেমন ভিন্নধর্মী তেমনি নির্মাণও হচ্ছে ভিন্ন আয়োজনে। আর ছবিটিতে অভিনয়ের যেমন সুযোগ রয়েছে আমার তেমনি সুপারহট জ্যাকুলিনকে দর্শকরা দেখতে পাবেন।