রাজধানীর শ্যামলী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে সড়কের দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ‘ডায়নামিক গার্মেন্টস’ নামের একটি কারখানার কয়েকশ শ্রমিক বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর শ্যামলী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন, সড়ক আটকে রাখায় শ্যামলী হয়ে মিরপুর রোডে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
Read More News
এদিকে নিউ মার্কেট থেকে গাবতলীর পথে গুরুত্বপূর্ণ এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়তে হচ্ছে চলতি পথের যাত্রীদের। ওই সড়কে বেশ কয়েকটি হাসপাতাল থাকায় রোগী এবং স্বজনরাও বিপাকে পড়েছেন।
শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা তাদের দাবি আদালে নানা স্লোগানও দেন। এতে ভোগান্তিতে পড়েন ওই সড়ক দিয়ে চলাচলকারীরা। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।