বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি সপ্তম বোর্ড সভা শেষে রোববার বিকেলে মাশরাফির অনুরোধে চুক্তি থেকে তার নাম বাদ দেওয়ার কথা জানান।
রোববার (১২ জানুয়ারি) বিকেল তিনটায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোর্ড মিটিং শুরু হয়। মিটিং শেষে রাত সোয়া আটটার সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে এসে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এই কথা জানান।
Read More News
২০১৯ বিশ্বকাপে মাশরাফি ছিলেন ধূসর। ৯ ম্যাচ খেলে মাত্র ১ উইকেট। এমন পারফর্মেন্স তার নামের সাথেই বেমানান। অন্যদিকে এক আসর খারাপ যেতেই শুরু হয়েছিল তার অবসরের আলোচনা।
মাশরাফি অবশ্য তার অবস্থানে ছিলেন অটল। দিন কয়েক আগে অকপটে জানিয়ে দিয়েছিলেন বিদায় বেলায় ফুলের তোড়া আশা করেন না তিনি। এমনকি নিজের হতাশাজনক বিশ্বকাপ পারফর্মেন্সের পর জাতীয় দলে জায়গাও আশা করেন না মাশরাফি।
গতকাল ঢাকা প্লাটুন বনাম খুলনা টাইগার্সের মধ্যকার ম্যাচে আবারও ইনজুরিতে পড়েছেন নড়াইল এক্সপ্রেস। বাঁহাতে লেগেছে ১৪টি সেলাই। অনিশ্চিত হয়ে গেছে চলতি বঙ্গবন্ধু বিপিএলও।