প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা জানিয়েছেন, ঢাকার দুই সিটিতে আওয়ামী লীগের পক্ষে আমির হোসেন আমু এবং তোফায়েল আহমেদ নির্বাচন সমন্বয়কের দায়িত্ব পালন করতে পারবেন না।
তিনি বলেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে এমপিরা ভোট চাইতে পারবেন না। কিন্তু ঘরোয়া পরিবেশে তারা মিটিং করতে পারবেন। ভোট চাওয়া ছাড়া সবকিছু করতে পারবেন তারা।
Read More News
শনিবার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন সিইসি। তবে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তোফায়েল আহমেদ বলেছেন, ইসি’র এই আইন স্ববিরোধী। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য নির্বাচন কমিশনকে আওয়ামী লীগ সর্বাত্মক সহযোগিতা করবে।
ইভিএমে ভোট হবে কিনা সেটা নির্বাচন কমিশনের বিষয় বলে মন্তব্য করেন তোফায়েল আহমেদ।