”বুবলি”কে নিয়ে নতুন গুঞ্জন

দীর্ঘ সময়ের জন্য বিরতিতে যাবেন শবনম বুবলি। এদিকে বুবলি ‘বীর’ ও ‘ক্যাসিনো’ সিনেমার শুটিং শেষ করার পর দীর্ঘ সময়ের জন্য বিরতিতে যাবেন। এমন ঘোষণা দেওয়ার পর গুঞ্জনের রেশটা ঢালিপাড়ায় আরও প্রকোপ হয়ে উঠেছে।

শাকিব খানের সঙ্গে ৯টি সিনেমায় অভিনয় করে তারকা খ্যাতি পেয়েছেন শবনম বুবলি। একসঙ্গে টানা অভিনয় করে সিনেপাড়ায় গুঞ্জনের সৃষ্টি করে এই জুটি। বুবলিকে নিয়ে নতুন গুঞ্জন শোনা যাচ্ছে। চলচ্চিত্র পাড়ায় কান পাতলেই শোনা যায় বুবলির শুভ সংবাদের কথা।

এর আগে একইভাবে আরেক জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস দীর্ঘদিনের জন্য হারিয়ে যান। ফিরে আসেন সন্তান কোলে নিয়ে।
Read More News

সিনেমায় পা রাখার কিছুদিন পর শাকিব খানের সঙ্গে বোনসহ একটি ছবি পোস্ট করেন বুবলি। ছবিটিতে একটি পারিবারিক মুহূর্ত ফুটে ওঠে। বুবলি ছবিটির ক্যাপশন দিয়েছিলেন ‘ফ্যামিলি টাইম’। এরপরেই অপু প্রশ্ন রাখেন- ফ্যামিলি টাইম মানে কী? এ নিয়ে বুবলির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এরপর থেকে শাকিব খানকে নিয়ে দুই নায়িকরা দ্বন্দ্ব চরমে। তবে সেসব ঘটনা অতীত। বর্তমান এখন বুবলি নিয়ে চর্চা চলছে তার বিষয়বস্তু অপুর সঙ্গে মিলে যাচ্ছে। কারণ বুবলিও অপুর মতোই দীর্ঘ বিরতিতে যাচ্ছেন, তবে কেনও যাচ্ছেন সেটি অজানা। কিন্তু ধারণা করতেই পারে অনেকে অপুর মতো বুবলিও কি একই পথে হাঁটছেন?

নিজের অবস্থান তৈরি করতেই এমন সিদ্ধান্ত কি না- জানতে চাইলে বুবলি তা উড়িয়ে দেন। তিনি বললেন ‘তাও বলতে পারেন। শাকিব খানের নামের উপরই দর্শক হলে যায়। সেই জায়গা থেকে নিজের অবস্থান তৈরি করতে অন্য হিরোর সঙ্গেও কাজ করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *