ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আগুনে পুড়েছে ফ্রুটিকার প্যাভিলিয়ন। ফায়ারসার্ভিস কর্মীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার পরে প্যাভিলিয়নটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এই অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে একটি কমিটি গঠনের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।
ঘটনাস্থলে গিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনসি জানান, মেলার সুরক্ষায় এতদিন একটি করে ফায়ার সার্ভিস ইউনিট থাকলেও শনিবার থেকে দুটি করে ইউনিট মোতায়েন থাকবে। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার মেলা বন্ধ থাকবে বলেও জানান তিনি।
Read More News
ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন প্রথম আলোকে বলেন, স্টলের ওপরের অংশ থেকেই আগুন লেগেছে বলে তাঁরা ধারণা করছেন। তবে কীভাবে আগুন লেগেছে, তা তদন্ত করা হবে। আগুন লাগার প্রকৃত কারণ তখন জানা সম্ভব হবে। তিনি সাংবাদিকদের জানান, বাণিজ্য মেলায় প্রতিটি স্টলে অগ্নিনির্বাপণব্যবস্থা থাকার কথা। কিন্তু ফ্রুটিকার স্টলে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না।