শাহরুখ খানের বিপরীতে ফাতিমা সানা

ফাতিমা সানা শেখ আমির খানের ‘দঙ্গল’ ছবিতে অভিনয়ের মধ্যে দিয়ে তারকাখ্যাতি এসেছিল। ছবির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা ছবি প্রকাশ করেও বিতর্কের মুখে পড়েছিলেন এ নায়িকা। এদিকে এবার নতুন চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন ফাতিমা সানা শেখ।

সিদ্ধার্থ রায় কাপুরের ‘স্যালুট’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন এ অভিনেত্রী। আর এ ছবিতে ফাতিমা সানা শেখ অভিনয় করবেন বলিউড বাদশা শাহরুখ খানের বিপরীতে।

রাকেশ শর্মাকে নিয়ে ছবি নির্মাণ করছেন সিদ্ধার্থ। রাকেশ শর্মা প্রথম ভারতীয় পাইলট, যিনি মহাকাশে গিয়েছিলেন। আর শাহরুখের সঙ্গে বড় মাপের এ ছবিটিকেই কাজে লাগাতে যাচ্ছেন ফাতিমা সানা শেখ। এ ছবিতে শাহরুখের নায়িকা রূপেই দেখা যাবে এ অভিনেত্রীর।
Read More News

ফাতিমা সানা শেখ বলেন, ‘স্যালুট’ সত্য ঘটনার ওপর নির্মাণ হতে চলেছে। এ ধরনের কাজের প্রতি সব সময়ই আলাদা আগ্রহ থাকে আমার। ছবিতে অভিনেত্রী হিসেবে প্রমাণের যেমন সুযোগ রয়েছে, তেমনি সুপারহট হিসেবেই দর্শক আমাকে দেখতে পাবেন এখানে। সব মিলিয়ে ছবিটি নিয়ে আমি বেশ এক্সাইটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *